মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী উপজেলা : কাশিয়ানী থানা পুলিশ কর্তৃক পাঁচ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল শনিবার (১৬ মার্চ) বিকেল ৩ টার সময় উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর রেল ক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, জামাল উদ্দিন ভুইঁয়ার ছেলে সুমন ভুইঁয়া ও মোমিন শেখের ছেলে কাবুল শেখ দুজনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নওয়ানীপাড়া গ্রামে। কাশিয়ানী থানার এসআই (নিঃ) মোঃ হারুন অর রশীদ সঙ্গীয় এসআই (নিঃ) তুষার মৃধা, এএসআই (নিঃ) শফিকুল ইসলাম, ড্রাইঃ কং/৫৬৪ সোলাইমানের সহায়তায় ধৃত আসামী সুমন ভূইয়া (২২) পিতা-জামাল উদ্দিন ভূইয়া, ও কাবুল শেখ (২৬) পিতা-মোমিন শেখ, উভয় সাং-নওয়ানীপাড়া, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর। এস,আই হারুন জানান , আমি ও এসআই (নিঃ) তুষার মৃধা কাশিয়ানী থানার সাধারন ডায়রী নং-৭৮০, তাং-১৬/০৩/২০২৪ ইং এবংসাধারন ডায়রী নং-৭৬৪, তাং- ১৬/০৩/২০১৪ ইং মূলে কাশিয়ানী থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলাম।
এ সময় বিকাল ৩ টার সময় কাশিয়ানী থানাধীন বিশ্বনাথপুর পূর্বপাড়াস্থ রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে পাঁকা রাস্তায় আমি ও এসআই (নিঃ) তুষার মৃধা, এএসআই (নিঃ) শফিকুল ইসলাম যৌথভাবে সন্দেহ ভাজন ব্যক্তিদের তল্লাশী করতে থাকি। সন্দেহ ভাজন ব্যক্তিদের তল্লাশীকালে বেলা অনুমান ৩.৩০ টার সময় আসামী সুমন ভূইয়া ও কাবুল শেখ এক সঙ্গে একটি পুরাতন লাল রংয়ের ডায়াং মোটর সাইকেল যোগে জয়নগর বাজারের দিক হইতে নড়াইল অভিমুখী যাওয়ার সময় তাহাদের সন্দেহ করিয়া চ্যালেঞ্জ করিলে তাহারা পালানোর মোটর সাইকেলসহ ধৃত করতে সক্ষম হই। উপস্থিত সাক্ষী ১। মোঃ হিরু মোল্যা (৫১) পিতা-মৃত আঃ রাজ্জাক মোল্যা, ২। মোঃ হাকিম মোল্যা (৪৮) পিতা-মৃত মোহাম্মদ শেখ, উভয় সাং-বিশ্বনাথপুর, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, ৩। এএসআই (নিঃ) শফিকুল ইসলাম, কর্মস্থল কাশিয়ানী থানা, গোপালগঞ্জদের সামনে তল্লাশী করিয়া ধৃত আসামী সুমন ভূইয়া এর কাঁধে একটি কফি রংয়ের স্কুল ব্যাগের ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩ (তিন) পোটলা গাঁজা মাদকদ্রব্য, যাহার ওজন স্কচটেপসহ অনুমান ০৫ (পাঁচ) কেজি, মূল্য অনুমান টাকা পাইয়া উদ্ধার করি এবং সাংবাদিকদের এসব কথা জানান।