বাংলাদেশ সকাল
শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

কোটচাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ৫ ইউনিয়নে বিএনপির পদযাত্রা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনিও দ্রব্য মূল্যের উর্ধগতি, বিএনপি নেতা কর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদ ও যুগপৎ আন্দোলনের ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি শনিবার কোটচাঁদপুর উপজেলার ৫ টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কুশনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

সাফদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিনে সভাপতিত্বে, পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল, দোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সান্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফারুক হোসেন খোকন,বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবুবকর বিশ্বাস ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এ কর্মসুচী সফল করতে প্রতিটি ইউনিয়নে নির্ধারিত স্থানে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। এরপর শুরু হয় ইউনিয়ন পদযাত্রা। এ সময় বাধা দেয় পুলিশ, বাধা উপেক্ষা করে শুরু হয় পদযাত্রা। পরে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসুচী শেষ করেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন,নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসুচী পালনের জন্য জড়ো হয়। এরপর পদযাত্রা শুরু হয়। নেতা-কর্মীরা কিছু দুর যাবার পর পুলিশের বাধার মুখে পড়েন। পরে ওখানেই সমাবেশ করে কর্মসুচী শেষ করা হয়।

একই কথা বলেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফারুক হোসেন খোকন। তিনি বলেন, আওয়ামীলীগরা দলীয় মিছিল নিয়ে ইউনিয়নে শান্তি সমাবেশ যোগ দিলে সমস্যা নাই। আমরা নেতা-কর্মীদের নিয়ে শান্তি পূর্ণ পদযাত্রা কর্মসুচী পালন করছিলাম। সেখানে পুলিশ বাধা দিয়েছেন।

তবে এলাঙ্গী ইউনিয়নে পদযাত্রা সফল হয়েছে বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন,আমরা ইউনিয়নে লিফলেট বিতরন করেছি। এরপর পদযাত্রা কর্মসুচীও পালন করেছি। এ ইউনিয়নে পদযাত্রা কর্মসুচী সফল হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে হিজরা জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সনদ ও আর্থিক সহায়তা প্রদান 

বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা ও বস্তি ঘর উচ্ছেদ; নতুন রেললাইনের কাজ শুরু 

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

আমতলীতে কৃষি ব্যাংক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব : গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়ে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল

নাটোরে শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে হত্যা মামলা 

ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

বাই-সাইকেল ও হ্যান্ড মাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আব্দুল হাই

কোটচাঁদপুরে টাকায় মিলছে নিয়োগের বৈধতা