আমতলী (বরগুনা) প্রতিনিধি :
ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে ক্ষমতা বিমুখ এক নির্মোহ ব্যক্তিত্বে পরিনত করেছিলেন আরাফাত রহমান কোকো, প্রায়াত কোকোকে নিয়ে একান্ত সাক্ষাৎকারে বিএনপি যুক্তরাজ্য শাখার অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ এ কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে কখনোই ক্ষমতাবান ভাববেন না বরং সবসময়ই ক্ষমতাবিমুখ এক নির্মোহ ব্যক্তিত্ব ধারন করে জীবন যাপন পছন্দ করতেন।
গতকাল ২৪ জানুয়ারী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রায়াত ছোট পূত্র ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ছোট ভাই প্রায়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একান্ত স্বাক্ষাৎকারে বিএনপির যুক্তরাজ্য শাখার এই নেতা একথা বলেন। আলাপচারিতায় তিনি প্রায়াত কোকোর ব্যক্তিত্বের প্রসঙ্গ টেনে বলেন ক্ষমতার এতটা কাছাকাছি অবস্থান করেও ক্ষমতার বলয় থেকে নিজে সর্বদা দূরে রাখতেন। এমন ব্যতিক্রমী চরিত্রের উদাহরণ বর্তমান দুনিয়াতে খুঁজে পাওয়া দুস্কর। নিজেকে পরিবার, ব্যবসা ও খেলাধুলার মাঝে ব্যস্ত রাখতেই পছন্দ করতেন আমাদের সকলের প্রিয় ছোট ভাইয়া খ্যাত এই ক্ষণজন্মা মানুষটি।
২০১৫ সালে আরাফাত রহমান কোকেকে হারানোর সেই দিনটির কথা স্মরণ করে মাওলানা শামীম আহমেদ আবেগপ্রবন হয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের লক্ষ্যে দূর্বার গতিতে চলা আন্দোলনমুখর সেই দিনটিতে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ শুধুমাত্র মা বেগম খালেদা জিয়া বা ভাই তারেক রহমানকেই নয় গোটা দেশকেই সেদিন শোকে মূহ্যমান করে দিয়েছিল। আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা জানিয়ে শামীম আহমেদ আরও বলেন প্রতিবছর দিনটি এলে আমরা তার মাজারে যাই, তার কবর জিয়ারত করে তার প্রতি শ্রদ্ধা জানাই, তবে বিষয়টিকে কেবল একটি গতানুগতিক আনুষ্ঠানিকতার ব্রাকেটে বন্দী না করে আমাদের সকলের উচিত দেশনায়ক তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে আমরা সকলেই যেন কায়েমী স্বার্থের উর্দ্ধে উঠে শহীদ জিয়ার সততা ও আদর্শের রাজনীতি চর্চার মাধ্যমে প্রায়াত আরাফাত রহমান কোকোর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে আগ্রহী হই।