গংগাচড়া, রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজীদেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ এবং ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, “আমাদের শিক্ষকরা তাদের পাঠদান অত্যন্ত সুন্দর ও আন্তরিকভাবে পরিচালনা করেন। তারা সর্বোচ্চ চেষ্টা করেন আমাদের বোঝানোর জন্য।”
এছাড়া, ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, যেখানে নতুন শিক্ষার্থীদের নাম ঘোষণাও করা হয়। শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেন।
সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক সাইয়েদুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের উন্নতি ও সাফল্যের মূল উৎস হল শিক্ষক-শিক্ষিকাদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের একাগ্রতা। ভবিষ্যতে এই সাফল্য আরও বহুদূর এগিয়ে যাবে।”
এভাবে, বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ এবং ভর্তি লটারি অনুষ্ঠানে শিক্ষার্থীরা একযোগে তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে ভুলেননি।