বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুরের জুট ব্যবসার আধিপত্য বিস্তারে প্রতিনিয়ত চলেছে ধাওয়া পাল্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৮ নং ওয়ার্ডের দক্ষিন খাইলকুর এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ছিনতাই, ভাঙচুর ও পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন একই ওয়ার্ডের বিএনপি’র সভাপতি কামরুজ্জামান কামরুল। এ নিয়ে জনমনে ও শ্রমিকদের মধ্যে তীব্র ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা যায় ০৯/১২/২০২৪ ইং রোজ সোমবার বিকাল আনুমানিক ০৪.৪৫ মিনিটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করার সময় অজ্ঞাতনামা ২৫/৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন রামদা, ছেন, চাপাতি, লোহাসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনীজনতাবদ্ধ হয়ে প্রতিষ্ঠানে জুট নামানোর সময় ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দিতে অস্বীকার করলে মারধর, হামলা, ভাঙচুর, মোবাইল ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর হাতে থাকা মোবাইলটি নিয়ে ১ নং বিবাদী ভেঙে ঘুরিয়ে দেয়। এ ঘটনায় জুট ব্যবসায়ী আবুল হোসেন (৫১) চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের নামে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, বিগত আনুমানিক ৩০ বৎসর যাবৎ গাছা থানাধীন দক্ষিন খাইলকুর এলাকায় মের্সাস পপি এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। ১ নং বিবাদী ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল প্রায় সময় ব্যবসায়ী আবুল হোসেনের কাছে নগদ অর্থ চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আবুল হোসেন চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রুনা ফ্যাশন বিল্ডিংয়ের পদ্ম সাথিলা ও স্পিট গামেন্টস থেকে আমার ব্যবসায়ীক গোডাউনে ট্র্যাক হতে জুট নামানোর প্রাক্কালে ১। কামরুজ্জামান কামরুল (৪৮), পিতা-সামসুল হক মাস্টার, ২। রাকিব (২৩), পিতা-আব্দুল কাদের জিলানী, ৩। কার্টুন সুমন (৪৮), পিতা-অজ্ঞাত, ৪। নুরুজ্জামান রুবেল (৩৬), সভাপতি ৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। পিতা-নুরুল ইসলাম, সর্ব সাং-দক্ষিন খাইলকুর, ওয়ার্ড নং-৩৮, গাছা থানা বাসিন্দা।

গত বুধবার ৪/১২/২০২৪ ইং জুট ব্যবসা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া পাঁচ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ সহ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগের চালার ফকির মার্কেট এলাকায়। এ নিয়ে এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী শাওন (২৫) সাংবাদিকদের জানান ঘটনার সময় পথচারীরা ভয়ে দৌড়াদৌড়ি করে ছুটে পালায় অনেকে বিভিন্ন দোকানের ভিতর আশ্রয় নিয়েছে। দুই থেকে তিনটা গুলি শব্দ পেয়েছি। সুজন থানায় অভিযোগ করলে পরিবারের সদস্যদের মেরে ফেলবে বলে হুমকি দেয় দুর্বৃত্তরা। ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেনা না বলেও সাংবাদিকদের জানায়।

এলাকাবাসী ও ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ অভিযোগে গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আদম আলী কে এক নাম্বার বিবাদী করে ৩২ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয় নিয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ সাথে কথা বললে তিনি বলেন বিএনপি’ থানার নেতাকর্মীরা বসে সমাধান করেছে। ৩৮ নং ওয়ার্ডের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ এন এম নাসির উদ্দিন বলেন, উভয় ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উপ্তিরপারে আনন্দ উল্লাসে গুলিবর্ষণের হামলায় ১৮ জন আহত, ৬২ জনের নামে থানায় মামলা 

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগরের আয়োজনে পিকনিক ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বদলগাছীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে সাংবাদিক সাগরের পিতার মৃত্যু : জানাজায় শোকার্ত মানুষের ঢল 

ড. মুহাম্মদ ইউনূসের মিথ্যাচারের বিরূদ্ধে কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস এর জবাব ও প্রতিবাদ 

নাটোরে হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত

বই মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই

কাশিয়ানীতে চল্লিশ কেজি গাঁজা ও পিকআপ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নাটোরে আ.লীগের দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা 

গাজীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকচালকসহ নিহত ২