বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

চলাচলের রাস্তায় রেলওয়ের প্রতিবন্ধকতা; সীতাকুণ্ডে হাসপাতালে নিতে না পারায় গৃহবধূর মৃত্যু  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তায় খুটি দিতে গর্ত করে যান চলাচল বন্ধের কারণে গ্রামে এম্বুলেন্স ঢুকতে না পারায় চিকিৎসার অভাবে রোজিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ ২৭ ফেব্রুযারী সোমবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একি এলাকার দিনমজুর খোরশেদ আলমের স্ত্রী। তার ফারজানা ও মিনা নামে দুই কন্যা সন্তান রয়েছে।

এদিকে চিকিৎসার অভাবে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। এসময় উত্তেজিত এলাকার নারী-পুরুষ বিক্ষোভ করতে মহাসড়কে বেরিয়ে আসতে চান। তবে স্থানীয় ইউপি সদস্যর অনুরোধে তারা বাড়িতে ফিরে যান।

স্থানীয় এলাকাবাসী রফিক উদ্দিন সিদ্দিকী,জাহাঙ্গীর আলম,নুরুল আলম ও খুরশিদ আলম জানান,অরক্ষিত রেলক্রসিং বন্ধের অজুহাত দেখিয়ে তিন এলাকার ৭-৮ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় রেলওয়ে। এতে রোগীর পাশাপাশি নিত্যপণ্য আনা-নেওয়া চরম বিপাকে পড়েন তারা। তারা রাস্তাটি এলাকাবাসীর চলাচলে উন্মুক্ত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা কাজ চলমান রেখেছে। রাস্তাটির চলাচলের জন্য উন্মুক্ত রাখতে তারা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সীতাকুণ্ড মডেল থানা ও সীতাকুন্ড প্রেসক্লাবেও তার অনুলিপি জমা দিয়েছেন ।

তারা আরো জানান,রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া গৃহবধূ রোজিনা হাসপাতালে নিতে তার স্বামী অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। কিন্তু রাস্তা খুঁড়ে রাখার কারনে রেললাইনে এসে অ্যাম্বুলেন্সটি আটকা পড়ে যায়। পরে প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে পাজা কোলে করে তাকে আনার চেষ্টা করেন তার স্বামী। কিছুদূর আনার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চলাচলের পথ বন্ধে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় রোজিনার মৃত্যু হয়েছে বলে দাবি তোলেন তারা। আর এ মৃত্যুর জন্য তারা রেলওয়ে কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন।

নিহত নারীর স্বামী অশ্রুসিক্ত কন্ঠে প্রতিনিধি কে জানান,তারা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে বসবাস করেন। সকালে তিনি চায়ের দোকানে কাজ করছিলেন। হঠাৎ তার মুঠোফোনে মেয়ে ফোন করে তার স্ত্রীর অসুস্থতার কথা জানায়। তিনি তাৎক্ষণিক পল্লী চিকিৎসককে ফোন করে বাড়িতে পাঠান। কিন্তু তার স্ত্রীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়াই তিনি অ্যাম্বলেন্স নিয়ে বাড়ির দিকে ছুটে যান। তবে রেলওয়ে চলাচলের পথ খুঁড়ে দেওয়ার কারনে গাড়ি গ্রামে ঢুকতে পারেনি। যার কারনে বিনা চিকিৎসায় মারা গেছেন তার স্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বলেন,রেলওয়ের চলাচলের রাস্তা বন্ধে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বলে তিনি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি সত্যিই দুঃখজনক। তিনি রাস্তাটি এলাকাবাসীর চলাচলে উন্মুক্ত রাখতে সহায়তা চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আবু হানিফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি মুঠোফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে রেলওয়ে লাইনম্যান সাইফুল ইসলাম রাজু গৃহবধূর মৃত্যুর ঘটনাটি শুনে দুঃখ প্রকাশ করেন। তিনি প্রতিনিধি কে বলেন,সরকারীভাবে অরক্ষিত রেলক্রসিং বন্ধে কাজ চলছে। এতে তাদের কিছুই করার নেই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগড় থেকে অস্ত্রসহ তিন ব্যবসায়ী আটক

মেহেরপুরে ১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান

থানা থেকে ওসির ঝু/ল/ন্ত ম/র/দেহ উদ্ধার

রাণীশংকৈলে প্রাথমিক স্তরে নতুন বই বিতরণ 

০৯নং সোনারায় ইউনিয়নে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

২’রা ডিসেম্বর সংযুক্ত আমিরাতের ৫৩’তম জাতীয় ও স্বাধীনতা দিবস

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

পাইকগাছায় মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলি সহ জিহাদী বই উদ্ধার 

ময়মনসিংহ সদরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত 

দীর্ঘদিন পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার