নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ১২ রাস্তার মোড়ের জনি আহমেদের এক আপত্তিকর ভিডিও নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে তোলপাড়।
গত ১ সপ্তাহ ধরে রাজশাহী নগরীর বিভিন্ন মানুষের ফোনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছে জনি’র সাথে এক তরুণীর আপত্তিকর ভিডিও।
নগরীর ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন ব্যক্তির কাছে জানতে চাইলে তারা বলেন, জনি আহমেদ বর্তমানে বিএনপি নেতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতো, তাদের সাথে ছিল তার সখ্যতা, গত ৫ আগষ্ট গণেশ পাল্টানোর সাথে সাথে সেও গিরগিটির মতো তার রঙ বদলে ফেলে।
ছড়িয়ে পড়া ২টি ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণী পোশাকহীন অবস্থায় জনির সাথে ভিডিও কলে নানা রকমের অশ্লীল অঙ্গভঙ্গী করছে৷ আরেকটি ভিডিওতে জনিকেও উলঙ্গ অবস্থায় দেখা যায়।
মুঠোফোনে জনিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমার রাজনৈতিক মানসম্মন নষ্ট করার জন্য কেউ বা কাহারা এরকম ষড়যন্ত্র করেছে।




















