শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে যুবদল নেতা লিটন হোসেনকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। শুক্রবার(১৪জুলাই) জেলা যুবদলের আয়োজনে এইচএসএস সড়কে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর থানা গেটে পৌছালে পুলিশ বাঁধা দিলে নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সেসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড আব্দুল মজিদ, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যানরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা, আগামী ১৭ তারিখের মধ্যে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা। আওয়ামী সন্ত্রাসীরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য গত ১৩ জুলাই বৃহস্পতিবার রাতে জেলা যুবদল নেতাকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এতে তার একটি হাতের ৮০ ভাগ ও অন্য হাতের কব্জি বিছিন্ন হয়েছে। জেলা যুবদলের সদস্য আহত লিটন হোসেন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।