রতন দে,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে পঙ্কজ বালা নামের এক যুবকে বিরুদ্ধে জোর করে বিভিন্ন প্রকার গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযেগ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
থানায় অভিযোগ ও পরিবার সুত্রে যানাযায়, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত হরিদাস বালার ছেলে বিনোদ বিহারী বালার বাড়ীর বিভিন্ন প্রকার ফলজ গাছ গত ৬ আগষ্ট ২৪ ইং সকাল বেলা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একই এলাকার পঙ্কজ বালার নেত্রীত্বে হরশিত মল্লিক, পলাশ তালুকদার, মিঠু বালাসহ ১০/১৫ জন মিলে গাছ কেটে নিয়ে যায়। এবং এ সময় কোন প্রকার অভিযোগ অথবা মামলা না করার জন্য হুমকি প্রদান করে তারা। পরক্ষনে গত ১৪ আগষ্ট ২৪ ডাসার থনায় বিনোদ বিহারী বালা উপস্থিত হয়ে হরশিত মল্লিক, পলাশ তালুকদার, মিঠু বালাসহ ১০/১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিনোদ বিহারী বালার ছেলে স্কুল শিক্ষক দুলাল কান্তি বালা জানান, আমি শিক্ষকতার জন্য দুরে থাকি গত ৬ আগষ্ট হঠাৎ করে আমার বৃদ্ধ বাবা মাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের আনেক গুলি ফলজ গাছ পঙ্কজ বালার নেত্রীত্বে হরশিত মল্লিক, পলাশ তালুকদার, মিঠু বালাসহ ১০/১৫ জন কেটে নিয়ে গেছে। আমি এদের বিচার চাই। অভিযুক্ত পঙ্কজ বালা জানান, আমার বিরুদ্ধে আনিতো সকল অভিযোগ মিথ্যা।