মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর : যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে প্রতি বছরের মতো এ বছরে ও দুই জন হাফেজকে পাগড়ি দিয়ে সম্মাননা দিয়েছে। পাগড়ি প্রাপ্তরা হলেন, হাফেজ মোঃ নাহিদ হাসান ও হাফেজ মোঃ বায়োজিদ।
১৬ ডিসেম্বার সোমবার যোহরের নামাজের পরে মাদ্রাসায় এ অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হাফিজুর মাষ্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সাধারণ সম্পাদক মোঃ মোর্তোজা হোসেন, সহ সভাপতি মোঃ আবু হাসান, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান।
অত্র মাদ্রাসার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ সুজন, মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ রবিউল ইসলাম, ক্যাশিয়ার মোঃ আব্দুল হক টিপু।
উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জনাব মোঃ ফারুক হোসেন, হাফেজ মোঃ ইকবাল হোসেন ও আব্দুল মাজিদ রাজাগঞ্জ, মাওলানা আবুল কালাম আজাদ মনিরামপুর, হাফেজ মাওলানা তৌহিদুর রহমান, টার্মিনাল এর ইনচার্জ মনিরুল ইসলাম, বাংলাদেশ সকাল পত্রিকার সাংবাদিক মোঃ সুজন ও মাসুদ ইন্জিনিয়ার মোঃ শিশির ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।