আব্দুল্লাহ আল মামুন : আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস। এবারের আন্তর্জাতিক শিক্ষক দিবসের স্লোগান হচ্ছে, ‘শিক্ষকদের কথার স্বীকৃতি এবং মূল্যায়ন : শিক্ষাক্ষেত্রে এক নতুন সামাজিক চুক্তি বা অঙ্গীকার, সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিনটি।
এরই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে (শনিবার) ৫ই অক্টোবর সকাল ১১ উপজেলা পরিষদ চক্রেরে র্যালি ও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়, অনুষ্ঠানে একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সহ আরো উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফিজুল ইসলাম, সখিপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশন এর সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খাইরুল ইসলাম এই সময় বক্তরা বলেন শিক্ষকরা ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটিকে সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলোতে কার্যকরভাবে যুক্ত করার কথা বলা হয়েছে। শিক্ষকরা যে ভূমিকা পালন করেন, সেই ভূমিকা অনুযায়ী তাঁদের পলিসি মেকিং পর্যায়ে যেমন কর্তৃত্ব নেই, তেমনি স্বীকৃতিও নেই।সেই স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে সামাজিকভাবে তাঁদের সঠিক মূল্যায়ন করা আমাদের কাজ।