মোঃ আবু – সুফিয়ান পারভেজ : দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের প্রিয় বাবা, রায়গঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার আজ ইন্তেকাল করেছেন।
আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন অভিজ্ঞ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ হাই স্কুলে শিক্ষকতা করেছেন এবং শিক্ষাক্ষেত্রে তার অমূল্য অবদান রেখেছেন। তিনি দেওয়ানের খামার ও বাবুরহাট (চরভূরুঙ্গামারী) এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা, সহকর্মী এবং এলাকার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের ছেলে আবু সাঈদ বাবু, যিনি দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে ওই ইউনিটির সক্রিয় সদস্য, তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আজ বাদ আসর (৪ ঘটিকার সময়) তাঁর নিজ বাসভবন, দেওয়ানের খামারে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ: ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ইউনিটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা একজন বরেণ্য শিক্ষক ও সৎ মানুষকে হারালাম, যিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, তাঁর চরিত্র এবং নৈতিকতার মাধ্যমে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টার একজন ধার্মিক, সৎ ও আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তাঁর শিষ্যরা তাকে সর্বদাই শ্রদ্ধার চোখে দেখতেন। তার অবদান চিরকাল মনে রাখা হবে।
তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। আলহাজ্ব মোহাম্মদ হোসেন মাস্টারের আত্মার শান্তি কামনা করছি।