বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ধর্মপাশায় বৈধ ইজারাদারকে জোর করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল, লুটপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ডুবাইল বিলে বৈধ ইজারাদারকে জোর করে উঠিয়ে দিয়ে ফিশারী দখল, লুটপাট ও অর্থ আত্মসাতের অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, বিগত চার বছর আগে উপজেলার ইসলামপুর গ্ৰামে স্থাপিত “জয়ধরা মৎস্যজীবী সমবায় সমিতি”র মাধ্যমে এই বিল সরকারের নিকট থেকে ইজারা নেয়া হয়। সভাপতি মালেক শিকদার এর সাক্ষরিত এক চুক্তি অনুযায়ী জৈনপুর গ্রামের ২৬ জন মৎস্যজীবী একত্রিত হয়ে ফান্ড ঘটন করে বার্ষিক ৬২ লাখ টাকা খাজনা পরিশোধ করে তারা বিগত চার বছর ধরে জলমহালটি ভোগ করে আসছে।

গত ২২শে ডিসেম্বর সোমবার বিকাল ৪টার সময় একদল সন্ত্রাসী হামলা করে বৈধ পথে ইজারা নেয়া বিলের মালিকদের বিল থেকে বেরকরে দিয়ে জোড় করে ফিশারী ক্যাম্প দখল করে ও মাছ সংগ্রহ করে বাজারজাত শুরু করে।২৭শে ডিসেম্বর বিলের মালিকগন পুনরায় বিল রক্ষা করতে দখলে আসলে অবৈধ দখল দারেরা মালিকদের উপস্থিত ঠের পেয়ে যে যার মতো পলায়ন করে।

উল্লেখ্য থাকে যে, গত চার বছর আগে জৈন পুর গ্ৰামের নীরিহ জেলেদের কে বিল দিয়ে ২য় বার কোন পার্টিকে বিক্রিত বিল বিক্রি করে সমিতির সভাপতি মালেক শিকদার। যার ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে এই দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে।ভোক্তভোগী অসহায় বিল মালিকদের প্রায় বিশ লক্ষ টাকার মাছ লুঠপাট করে নিয়ে যায় দূর্বিত্তরা।

এই ব্যাপারে ভুক্তভোগী জেলে সংগঠনের পক্ষে মোজাম্মেল মিয়া পিতা খোরশেদ খান বলেন, আমরা জৈনপুর গ্ৰামের নিরীহ অসহায় জেলে সম্প্রদায়। যারা বিভিন্ন ভাবে ধার দেনা করে বাৎসরিক ৬২লক্ষ টাকা খাজনা দিয়ে এই বিল ফিশিং করছি বিগত চার বছর ধরে। আমাদের বিশ লাখ টাকার মাছ জাল সূতো ও তেলের ড্রাম সহ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ নূর কে জিজ্ঞাসা করলে, তিনি বলেন “জয়ধরা মৎস্যজীবী সমিতির” সভাপতি মালেক শিকদার এর সাক্ষরিত চুক্তিতে জৈনপুর জেলে সম্প্রদায় এই বিলের বৈধ মালিক।এবং তিনি আরোও বলেন স্থানীয় ইউ ,পি সদস্য হিসাবে ইউ এন ও এবং এসিলেন্ট স্যারেরা আমাকে অনুমতি দিয়েছেন যে, আমি যেন এই বিলের বৈধ মালিক দের সাহায্য সহযোগিতা করি ও খুঁজ খবর রাখি।

তাহলে ইউপি সদস্যের ভাষ্য মতে জৈনপুর গ্ৰামের জেলে সম্প্রদায় অর্থাৎ মোঃ মোজাম্মেল মিয়া ও তার পার্টনার বাকী২৫জন,ও তাকে নিয়ে মোট ২৬জন এই ডুবাইল বিলের বৈধ মালিক।

এমতাবস্থায় জৈন পুর গ্ৰামের মোজাম্মেল মিয়া ও তার সহযোগী সহ মোট ২৬জন জেলেদের বিল লুঠপাট এর ঘটনায় ভোক্তভোগী জেলে সম্প্রদায় স্থানীয় প্রশাসনের কাছে এর বিচার দাবী করেন। এব্যাপারে থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টা নিয়ে ধর্মপাশা উপজেলার ডুবাইল বিলে এক উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় শীতের বস্ত্র বিতরণ করেছে সাবেক সাংসদ নাসিমা ফেরদৌসী

বৃটিশ বিরোধী বিপ্লবী প্রখ্যাত আলেমে দ্বীন শিক্ষানুরাগী মাঃ ওবায়দুল হকের ১০২ তম মৃর্ত্যু বার্ষিকী পালিত

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ শনিবার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ গ্রেফতার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান আলমগীর হোসেন

রাণীশংকৈলে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

জনগণের আস্থার প্রতীক হতে চান কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল

গাড়ি চালানোর অন্তরালে মাদক বিকিকিনি, ব্যবসায়ী রাশেদ ১২ হাজার ৩০০ পিস ইয়াবা সহ আটক

ঈশ্বরদীতে ত্রিমূখী সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু