নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য বিচক্ষণ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এর বদলী জনিত বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করলেন সাংবাদিক কল্যাণে কাজ করা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) এর পক্ষ থেকে সংগঠনের সদস্য সচিব এস,এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিন নারায়ণগঞ্জ সাংবাদিকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যানে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। এবং নারায়ণগঞ্জ বাসীদের সহযোগিতাপূর্ন আচরণ তাঁর আগামীর পথচলায় স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁর অভিমত ব্যক্ত করেন।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন একজন সৎ, দক্ষ, মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন। তিনি যোগদানের পর থেকেই অত্যন্ত সুনামের সাথে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি সার্বিক বিষয়ে নারায়ণগঞ্জবাসীর সেবায় যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। পুলিশ সুপার এর এই মানবিক কর্মকান্ডের ফলে তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন বলেন,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয় ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।” সেই সাথে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















