মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা :
পাইকগাছায় বসত ঘরের জিনিসপত্র ভাংচুরসহ এক দম্পত্তি’কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার চাঁদখালী ইউপি’র হাসিমপুরের এ ঘটনায় রহস্যোর জন্ম দিয়েছে।
পুলিশ ও স্থানীয় অনেকেই বিষয়টি রহস্যে জনক উল্লেখ করে বলছেন, জমির মামলায় প্রতিপক্ষদের হয়রানী করতে এমন অভিযোগ করা হয়েছে।
তবে ক্ষতিগ্রস্থদের সন্ধেহের তীর স্থানীয় শক্রপক্ষের দিকে।
অনুসন্ধানে জানাগেছে, জমির বিরোধে গত ১৮ জানুয়ারি সকালে হাসিমপুরে রজব সরদার ও প্রতিপক্ষ কাশেম সরদার পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ জানুয়ারি রজব আলীর ছেলে হাসানুর সরদার বাদী হয়ে প্রতিপক্ষ কাসেম সরদার ও তার ৩ ছেলে খায়রুল, নজরুল, রবিউল সরদার গংদের বিরুদ্ধে থানায় মামলা করেন,যার নং-১০। অন্যদিকে একই ঘটনায় একই দিনে কাসেম সরদারের ছেলে খায়রুল ইসলাম বাদী হয়ে রজব আলীসহ তার ছেলে হাসান-মিজান সরদার গংদের বিরুদ্ধে থানায় পাল্টা একটি মামলা করেন, যার নং-১১। পাল্টাপাল্টি মামলায় দু’পক্ষের অনেকেই জামিনে থাকলেও একে অপরের মধ্যে উত্তেজনা ও বিরোধের মাত্রা আরোও বৃদ্ধি পায়।
সর্বশেষ গতরাতে কাসেম সরদারের বাড়িতে ভাংচুর ও তার ছেলে রবিউল-তানিয়া দম্পত্তির মারপিটের অভিযোগ পাওয়া গেল। ঘটনার সময় কাসেম সরদার পরিবারের অন্য সদস্যরা কেউ বাড়িতে ছিলনা।
এ সম্পর্কে রবিউলের স্ত্রী তানিয়া প্রতিপক্ষদের দিকে ইঙ্গিত করে জানান, রাত সাড়ে ৩ টার দিকে দুর্বত্তরা বাড়ীর গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে মেইন সুইস বন্ধ করে আমার গলা চেপে ধরে ও স্বামীর গলায় ছুরি ধরে মারপিট করে জিনিসপত্র ভাংচুর করে। এক পর্যায়ে চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা চলে যায়।
রবিউলের বোন করিম সরদারের স্ত্রী মাছুরা জানান, অন্ধকার রাতে কাউকে চিনতে পারেনি। কারোর নাম উল্লেখ না করে তিনি জমি নিয়ে মারপিটের মামলায় জেরে শত্রুপক্ষরা এটা করতে পারে বলে সন্দেহ করেন।
আর এক প্রতিবেশি নাছিম সরদার জানান, ঘটনার রাতে প্রতিবেশি এক ব্যক্তির খুলনায় মৃত্যু হলে রাত ১ টার দিকে লাশ বাড়িতে আসে। এর মধ্যে পাশের বাড়ীতে কখন ভাংচুর ও মারপিট হলো জানিনা। তিনি আরোও বলেন, রাত ৪ টার দিকে ডাকা ডাকিতে জানতে পারি এ ঘটনা।
এটা সাজানো ঘটনা উল্লেখ করে রজব আলী সরদার জানান, বর্তমানে বোরো ধান লাগানো আমার রেকডিয় জমি কাসেম সরদার অবৈধভাবে দখলে রাখতে চায়। তিনি আরোও জানান, এ জমি নিয়ে মারপিটের মামলা ভিন্নখাতে নিতে প্রতিপক্ষরা এটা পরিকল্পিত ভাবে ঘটিয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে থানা পুলিশের এসআই নূর আলম বলেন, মূলত জমি নিয়ে দু”পক্ষের থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। প্রাথমিক ভাবে তিনি ধারনা করছেন, প্রতিপক্ষদের হয়রানী করতে ভাংচুর ও মারপিটের এমন অভিযোগ আনা হয়েছে।