মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি পটুয়াখালী॥পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সহ সম্পাদক মোহাম্মাদ আলী আশরাফ।
শুক্রবার ২৮ শে জুলাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে তিনি এ চেক হস্তান্তর করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি.এম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শামিমুজ্জামান কাসেম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ, পটুয়াখালী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় সহ অনেকে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোঃআলী আশরাফ তার নিজস্ব প্রচেষ্টায় ৪২ জন অসহায়, হতদরিদ্র ও অসুুুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পাইয়ে দেন।
চেক প্রাপ্ত অসহায় সুবিধা ভোগীগন প্রধানমন্ত্রীর জন্য মন খুলে দোয়া করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, প্রধানমন্ত্রী তথা আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়নের কথা সাধারন মানুষদের জানানোর জন্য অনুরোধ করেন।