বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রেজাউল করীম-সহ আরো কয়েকজনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগ করেছে উপজেলা সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০)।

তিনি জানান, তার ক্রয়কৃত জমি গত ২০ বছর ধরে ভোগদখল করে আসছে। উক্ত জমি নিয়ে একই এলাকার হালিম, আঃ মান্নান, আঃ মজিদ, সাইফুর, আলমগীর গং এর সাথে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলে আসছে। উক্ত বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপোষের চেষ্টা করলেও মীমাংসা হয়নি।

গত ২৪ জানুয়ারী-২০২৫ সকাল বেলা আনুমানিক ১০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক রেজাউল করীম এর হুকুমে অভিযুক্তরা এলোপাতারি মারপিট শুরু করেন। এলোপাতারি মারপিটে আমার মাথায় গুরুতর জখম হলে আমি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমলেক্সে ভর্তি হই।

তিনি আরও জানান, মারপিটের সময় আমার বোনের ছেলে আরাফাত (১৪) মোবাইল ফোনে ভিডিও করতে গেলে মজিদ এবং তার পুত্র হালিম তাঁকেও মারধর করে। আরাফাতকে(১৪) বাচাতে আমার বড় ছেলের স্ত্রী গেলে তাঁকেও মারধর করে।এ ব্যাপারে আমি বাদী হয়ে থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহ্বায়ক রেজাউল করীমকে জিঙ্গাসা করা হলে তিনি বলেন আমি মারামারির সময় উপস্থিত ছিলাম না, পরে জানতে পেয়ে সেখানে যাই। নির্দেশ দেওয়ার তো প্রশ্নই উঠেনা। বিগত বৈঠকে আমাদের এলাকার মেম্বার উপস্থিত ছিলো তাঁর কাছে জানতে পারেন।

ভূরুঙ্গামারী সদর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার/ প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফের সাথে কথা বললে তিনি বলেন, বিগত দিনে আমি বসে সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আর মারামারির ব্যপারটি শুনেছি।

উপরোক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত