আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক–এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে—সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম রিদয়–এর বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ‘ক্রাইম খবর’–এ সাংবাদিক সানজিদা শারমিন কর্তৃক প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
উক্ত প্রতিবেদনে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে তার সাথে বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই। সাংবাদিক সানজিদা শারমিন কোনো যাচাই-বাছাই, তথ্য-প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য না নিয়েই এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী ও নিন্দনীয়।
রাহিমুল ইসলাম রিদয় দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে আসছেন। তাঁর চরিত্রহনন ও সম্মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট সাংবাদিককে ভবিষ্যতে এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।
একই সঙ্গে, এ ধরনের অপপ্রচার পুনরায় সংঘটিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংগঠন সংরক্ষণ করে।




















