এনামুল হক ছোটন : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। থানার এসআই (নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন রাঘবপুর পূর্বপাড়া সাকিনস্থ হারুন অর রশিদ, পিতামৃত-হযরত আলী এর মুদির দোকানের কাচা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোজাম্মেল ওরফে মোজা (৩৫), পিতামৃত-চাঁন মিয়া, সাং-রাঘবপুর উত্তর পাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব রেলস্টেশনের প্রদান গেইটের সামনের ফাঁকা জায়গা হইতে অপহরন মামলার আসামী তাওহিদ কায়সার আলম ওরফে শিপলু (৩০), পিতামৃত-কায়সার মমতাজ চৌধুরী, মাতা-মোছঃ হাসিনা বেগম, সাং-সওদাগর পাড়া (সাবেক মৃত কালু চেয়ারম্যানের বাড়ীর পাশে), ডাকঘর-ঘোনাপাড়া, ইউপি-ভারুয়াখালী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) তানভীর আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স ও ট্রাফিক গোল-চত্বর এর মধ্যবর্তী পাকা রাস্তার উপর দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রিয়াজ হোসেন (২৩), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-মোছাঃ রুনা আক্তার, ঠিকানা: স্থায়ী-২: (পাটগুদাম (বিহারী ক্যাম্প)), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি চাকু উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন শস্তুগঞ্জ (চায়না মোড়) টোলপ্লাজা হইতে আনুমানিক ১০০ গজ উত্তরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর হইতে বিশেষ ক্ষমতা মামলার আসামী মন্টু সরকার (৪৭), পিতামৃত- অনীল চন্দ্র সরকার, মাতা-জ্যোতি রাণী সরকার, সাং-আকন পাড়া, মোঃ শফিকুল ইসলাম (২৬) (ড্রাইভার), পিতা-হাসমত অলী, মতা-মোছঃ হালিম খোতুন, সাং-রঘুনাথপুর, উভয় থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৭৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।