বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মাদক সম্রাজ্ঞী মুক্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশে জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম॥ বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার শিষ্য মাদক কারবারি মুক্তা বেগম ও তার স্বামী হযরত আলী প্রকাশ ইয়াবা আলীসহ পুরো পরিবারের বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগে একাধিক গনমাধ্যমে সংবাদ প্রকাশ পরবর্তী তথ্য সংগ্রহের জের ধরে মিথ্যা মামলায় ফাঁসানো সহ হত্যার হুমকির অভিযোগ এনে বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই জন সাংবাদিক।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার রিপোর্টার মো. জুবায়ের এবং অপরাধ বিষয়ক পত্রিকা অপরাধ জগত এর সদর প্রতিবেদক সাহিদুল ইসলাম মাসুম তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে মাদক সম্রাজ্ঞী মুক্তা ও তার স্বামী ইয়াবা আলী অকথ্য ভাষায় গালমন্দ ও মিথ্যা মামলায় ফাঁসানো সহ হত্যার হুমকি দেয় বলে তারা সাধারণ ডায়েরি (জিডি)তে উল্লেখ করেন।

এ বিষয়ে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার রিপোর্টার মো. জুবায়ের বলেন, বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর, কেন্দ্রীয় কবরস্থান, হযরতের বাড়ি এলাকায় দীর্ঘদিন যাবত প্রশাসনের কিছু অসাধু ব্যাক্তিদের ছত্রছায়ায় মুক্তা বেগম নামক এক মাদক কারবারির নেশা জাতীয় দ্রব্যের পাল্লায় পরে ধ্বংস হচ্ছে তরুণ প্রজন্ম, নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ এই বিষয়ে একাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশ পরবর্তী সরেজমিনে অনুসন্ধানে গিয়ে তথ্য পেয়ে ছদ্মবেশে ঐ এলাকায় নজর রাখি তথ্য সংগ্রহের জন্য। এর মধ্য প্রত্যেকদর্শী, ভুক্তভোগী এলাকাবাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে মুক্তা বেগম এর অপরাধ কর্মকান্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করে জানতে পারি৷ মুক্তা বেগম ও তার স্বামী হযরত আলী প্রকাশ ইয়াবা আলীসহ তাদের পুরো পরিবার অত্র এলাকার চিহ্নিত ও অনেক পুরাতন মাদক ও অস্ত্র কারবারি হিসেবে সুপরিচিত। তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতেও রাজি হয়না। মুখ খুলে ইতিমধ্যে মিথ্যা মামলাসহ হামলার শিকার হয়েছেন বেশকিছু সচেতন নিরীহ পরিবার।

সাংবাদিক জোবায়ের আরো বলেন, মুক্তা বেগমের মাদক বিক্রির ভিডিওসহ তার অপরাধের ফিরিস্তি গনমাধ্যমে প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে এখনো কোন উল্লেখযোগ্য ব্যবস্তা নেয়নি প্রশাসন।

তিনি বলেন, অনুসন্ধানে উঠে আসে মুক্তা বেগম অতি দরিদ্র পরিবারের মেয়ে। ছোট বেলা থেকে তিনি অভাব অনটন থেকে বাঁচার জন্য অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। পতিতাবৃত্তির সাথে জড়িত হয়ে বর্তমানে মাদকদ্রব্য ইয়াবা গাঁজা বিক্রি করে সে ও তার পুরো পরিবার বিলাসী জীবন কাটাচ্ছে। তার খামারে ইতিমধ্যে ২০০ টির ও বেশি গরু রয়েছে। কিভাবে রাতারাতি এতো সম্পদের মালিক হলেন তার কোন তথ্য তার পক্ষ থেকে পাওয়া যায়নি। টেকনাফ ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা এনে।পারভিন নামক এক মাদক পাচারকারী মহিলার মাধ্যমে মুক্তা মাদক বিক্রি করান। এছাড়াও মুক্তা বেগমের স্বামী হযরত আলী ওরফে ইয়াবা আলীর বিষয়ে জানাযায় মাদক ও অবৈধ অস্ত্র ব্যাবসায়ী সে, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য দেশীয় আগ্নেঅস্ত্র বিক্রি বা আশেপাশে অস্ত্র রেখে আবার প্রশাসন কে খবর দিয়ে থাকে।

সাংবাদিক জোবায়ের আরো বললেন, ২৪ ডিসেম্বর আনুমানিক বিকেল ৪-১০ টার সময় আমি আরেফিন নগর এলাকা দিয়ে তথ্য সংগ্রহে যাওয়ার সময় মুক্তা বেগমের স্বামী হযরত আলী ওরফে ইয়াবা আলী আমার গতি রোধ করে মারমুখী আচরন করতে থাকে, এসময় সে সাংবাদিকদের নামে অকথ্য ভাষায় গালমন্দ ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ হত্যা হুমকি দিয়ে আমাকে হুশিয়ার থাকার হুমকি দেয়।

আরেক অভিযোগকারী সাপ্তাহিক অপরাধ জগত পত্রিকার প্রতিবেদক সাহিদুল ইসলাম মাসুম বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় মুক্তা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে মাদক বিক্রিসহ একাধিক সংবাদ প্রকাশিত হয়। সাংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করে এর সত্যতা পেয়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা সরাসরি বসে কথা বলার কথা বলে আমাকে বায়েজিদ মোড়ে এনে নানান ভাবে উস্কানিমূলক কথা বলেন ও বিভিন্ন জনের বিরুদ্ধে তথ্য দেন। তবে পরবর্তীতে যাচাই করে জানতে পারি তাদের দেয়া সব গুলোই মিথ্যা তথ্য।ঐ সব ব্যাক্তি নিরীহ তারা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের ফাঁসানোর চেষ্টা করছে মাদক কারবারি মুক্তা ও তার স্বামী। প্রকাশিত সংবাদ এর তত্ত্বের ভিত্তিতে মাদক সম্রাজ্ঞী মুক্তা সাথে যোগাযোগ করলে মুক্তা বেগম নিজ মুখে স্বীকার করেন তিনি মাদক বিক্রি করেন। এরপর তিনি আমাকে বেশি বাড়াবাড়ি না করার কথা বলে দেখে নেওয়ার হুমকি দেয়। এ সময় মুক্তা বেগমের স্বামী হযরত আলীও আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। ফলে আমি নিরুপায় হয়ে বায়েজিদ বোস্তামী থানার স্মরনাপন্ন হলাম।

মুক্তা বেগম ও তার স্বামী হযরত আলীর বিষয়ে জানা যায়, একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকেই তারা প্রশাসনের উপর নজরদারি বাড়িয়েছেন৷ ইতিমধ্যে তাদের এলাকার বিভিন্ন পয়েন্টে ১০ টিরও বেশি সিটি টিভি ক্যামেরা স্থাপন করেছেন। প্রতিবেদকের হাতে আশা কয়েকটি ফুটেজে দেখা যায় প্রকাশ্যে মাদক বিক্রি করছেন তারা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন সেই মুহূর্তে কিভাবে প্রকাশ্যে মাদক কারবারিরা ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায়? সমাজ ও জাতী ধ্বংসকারী দের খুঁটির জোর কোথায়?

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু 

আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন

জ্বিনের কারসাজি ! অলৌকিক ঘটনার স্বাক্ষী হলো বাড়াদি গ্রামের অনেকেই

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্ৰিতে

আ’লীগ ক্ষমতায় আছে বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে-সাংসদ এনামুল 

ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরাইলির সংখ্যা বেড়ে ২০০, আহত ১১২০

এইচএসসি পরীক্ষায় ফেল; যশোর শিক্ষাবোর্ডে বিক্ষোভ, বৈষম্যহীন রেজাল্টের দাবিতে আল্টিমেটাম 

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সা:সম্পাদক আলীউর রহমান

চট্টগ্রামে পাহাড় খেকো ভূমিদস্যুদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন

জাগো নারী’র আয়োজনে তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের ক্যাম্পেইন শুরু