বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: তিন লক্ষ টাকার চাঁদা দাবীর মামলা তুলে না নিলে খলিলুর রহমান ও তার পরিবারকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি দিচ্ছেন তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা ও তার সহযোগীরা। তাদের ভয়ে খলিলুর রহমান ও তার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। রবিবার দুপুরে খলিলুর রহমান আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। দ্রুত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি। খলিলুর রহমান তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান বলেন, প্রায় ৩৫ বছরে আগে কচুপাত্রা মৌজায় এক একর ৪১ শতাংশ জমিতে বসতভিটা নির্মাণ করে বসবাস করছি। ওই জমির মধ্যে ৩৪ শতাংশ জমি সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা, মস্তফা ফকির ও তার সহযোগীদের সাথে ওই সময় এ্যাওয়াজ বদল করা হয়। বর্তমানে ওই জমিতে আমার ছেলে রিয়াজ হোসেনের জন্য একটি টিন শেডের ঘর তুলতেছিলাম। গত ২ সেপ্টেম্বর সেলিম মৃধা, মস্তফা ফকির, জলিল মৃধা ও সোহেল মৃধাসহ ৭ জনে ওই জমিতে ঘর তুলতে আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি এ টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে ঘর তুললে বাঁধা দেয়। তাদের কারনে আমি আমার জমিতে ঘর তুলতে পারছি না। তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি ও আমার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছি না। নিরুপায় হয়ে আমি গত ২০ সেপ্টেম্বর বরগুনা দ্রæত বিচার আদালতে মামলা দায়ের করি। আদালতের বিচারক নাহিদ হোসেন তালতলী থানার ওসিকে ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি এখন মামলা করে আরো বিপাকে পরেছি। তারা আমাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারের সদস্য এবং ঘর বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও এ্যাম্বুলেন্স এসিড মেরে জ্বলসে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আমার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমিতে খলিলুর রহমান ঘর তুলছেন। ওই ঘর তুলতে বাঁধা দিয়েছি মাত্র।

তালতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, মামলার নথিপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রæত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরো বলেন, এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শারজাহ থেকে দুবাইয়ের সাতোয়া বাস পুনরায় চালু

যশোরে র‍্যাবের অভিযানে ৩০টি ককটেল বোমা ও পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার 

বাগাতিপাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে বিদেশী মদ ও ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারী সাব্বির গ্রেফতার

শাজাহানপুরে বিএসটিআই এর অভিযানে ব্যবসায়ীদের অর্থদন্ড

প্রতিবন্ধীদের তৈরি পন্য বিক্রয় প্রতিষ্ঠান প্রজাপতি ক্রাফটের উদ্বোধন 

মালয়েশিয়া বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে : প্রধানমন্ত্রী

কর্ণফুলীতে শিক্ষা কারিকুলামে দিনব‍্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বেনাপোলে ভারতীয় ৪২ মেট্রিক টন মহিষের চামড়া জব্দ

শেরপুরে মুক্তিযোদ্ধাদের জীবিত বাবা-মা’দের আর্থিক অনুদান প্রদান