মেহেরপুর অফিস॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন। শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর পৌর এলাকা ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া, মহল্লার অলিতে গলিতে গণসংযোগ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন থেকে শুরু করে ২ নম্বর ওয়ার্ডের বোসপাড়া, মুখার্জি পাড়া, হালদারপাড়া, মালোপাড়া সহ অন্যান্য এলাকায় গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগ কালে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, পি পি পল্লব ভট্টাচার্য, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন