বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

শেরপুরে হাসিনা-কামাল-আল মামুনসহ ৫৯ জনের নামে হত্যা মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেরপুরে গাড়িচাপায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সদর সিআর আমলী আদালতে এ নালিশী মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, সাবেক হুইপ, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান, শেরপুরের বাসিন্দা সাবেক সচিব নজরুল ইসলাম ও আবদুস সামাদ, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ পুলিশের আরও কয়েকজনকে।

এদিকে, এই মামলার ফলে আন্দোলনে গাড়িচাপায় সৌরভের মৃত্যুর ঘটনায় দুটি মামলা দায়ের হলো।

এর আগে, সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিউর রহমান আতিক ও সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুসহ ৮৭ জনকে স্বনামে ও অজ্ঞাত ২০০/৩০০ আসামি রয়েছেন।-জনতার আন্দোলনে শেরপুরে গাড়িচাপায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সদর সিআর আমলী আদালতে এ নালিশী মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, সাবেক হুইপ, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান, শেরপুরের বাসিন্দা সাবেক সচিব নজরুল ইসলাম ও আবদুস সামাদ, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ পুলিশের আরও কয়েকজনকে।

এদিকে, এই মামলার ফলে আন্দোলনে গাড়িচাপায় সৌরভের মৃত্যুর ঘটনায় দুটি মামলা দায়ের হলো।

এর আগে, সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিউর রহমান আতিক ও সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুসহ ৮৭ জনকে স্বনামে ও অজ্ঞাত ২০০/৩০০ আসামি রয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে আর্মিওয়ার্ম পোকার আক্রমণে দিশেহারা ভুট্টা চাষিরা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার সাইকেল 

রাণীশংকৈলে’র খবর অনলাইন পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বেনাপোলে হিরোইন সহ ৮টি মামলার পলাতক আসামী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদক উদ্ধার অভিযানে নেশাদ্রব্য মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াসিনের হত্যাকারীসহ গ্রেফতার ৬

রামগড়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন

ঈদগাঁওর মাইজ পাড়ার খালটি খনন করা হবে : কাউকে ছাড় দেয়া হবেনা- সোহেল জাহান

অভয়নগরের গাজীপুরে ৩ দিন ব্যাপি ফাতেহা শরীফ শুরু : শুক্রবার আখেরি মোনাজাত 

সাগরপুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য ঠেকাতে রুমে তালা; জমি রেজিষ্ট্রি দিয়েও হচ্ছেনা চাকরি