আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ প্রশিকা সান্তাহার উন্নয়ন এলাকার পক্ষ থেকে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভা এলাকার পৌওতা গ্রামের প্রতিবন্ধী বেলাল হোসেনকে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
প্রশিকা সান্তাহার উন্নয়ন এলাকার আয়োজনে রোববার দুপুরে ওই প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেন সান্তাহার পৌরসভার ওইএলাকার কমিশনার মমতাজ আলী।
এসময় উপস্থিত ছিলেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক নুর হোদা, বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ উজ্জল, আবু তালেব, প্রশিকা সান্তাহার উন্নয়ন এলাকা ব্যবস্থাপক আতাউর রহমান, শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ক্যাশিয়ার কনক দেবনাথ, উন্নয়ন কর্মী মাজেদুল হক প্রমূখ।
প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক নুর হোদা বলেন, এই হুইল চেয়ারের মাধ্যমে প্রতিবন্ধী বেলাল হোসেনের জীবনযাপন সহজের পাশাপাশি ঈদ আনন্দ দ্বিগুণ হবে। এছাড়া সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসে তাহলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে।