এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নিকট সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ময়মনসিংহ শাখা পক্ষ থেকে কম্বল হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রাঙ্গনে সিটি মেয়র ইকরামুল হক টিটু হাতে প্রায় ২০০ কম্বল হস্তান্তর করেন সোস্যাল ইসলামি ব্যাংক ময়মনসিংহ শাখার ম্যানেজার মোঃ আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র সামীমা আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুবুল হোসেন রাজীব, সোস্যাল ইসলামি ব্যাংক ময়মনসিংহ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জহিরুল হক, সিনিয়র অফিসার তৌহিদুল ইসলাম, জুনিয়র অফিসার মোঃ সেলিম উদ্দিন সহ প্রমুখ।