হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :
বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতারে মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হবে ৮ মার্চ শনিবার, পিএস-১০৬, মিলনায়তনে, ১৫১৪, ওল্ডমাসট এভিনিউ, নিউইয়র্ক।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।১ মার্চ এর মধ্যে কেরাত প্রতিযোগিতায় নাম তালিকাভুক্ত করার জন্যএমডি আলাউদ্দিন ফোনঃ৩৪৭-২৯৯-২৫১৯ এবং মাকসুদা আহমেদ ফোনঃ৩৪৭-৩৯৩-০৭৬২ যোগাযোগ করুন ।উক্ত অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের পক্ষে সভাপতি সারওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ।