মোঃ আনোয়ার হোসেন, ডিমলা নীলফামারী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১২ (ডোমার-ডিমলা) আসনে ১০টি দল তাদের দলীয় মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করেন।
প্রার্থীরা হলেন – মোঃ আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, সিরাজুল ইসলাম -বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট(বিএনএফ) মোঃ তছলিম উদ্দিন – জাতীয় পার্টি, জাফর ইকবাল সিদ্দিকী – বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএএম) মোঃ লতিবালী রহমান লতিফ – জাকের পার্টি, মোঃ ইমরান কবির চৌঃ – স্বতন্ত্র, মোঃ মখদুম আজম মাশরাফি – জাতীয় পার্টি( জেপি), খায়রুল ইসলাম – স্বতন্ত্র, করুনাময় মল্লিক – এনপিপি, এ্যাড, এনকে আলম চৌধুরী – তৃনমুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
তবে বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের মাঝে কোন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না।