![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জেলা প্রতিনিধি (বগুড়া): রোববার সকাল ৭ টার দিকে সদরের ঠেঙ্গামাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বগুড়ায় র্যাব-১২।
গ্রেপ্তার ২ জন হলো- লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার উপরমার বানিয়াডাঙ্গীর মৃত মোবারক হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোকসেদুল ইসলাম (৪২)।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) বিপুল মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র্যাবের একটি চৌকস টিম বগুড়ার ঠেঙ্গামাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই ট্রাক থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়, বগুড়া র্যাব -১২ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।