মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ সকাল ৬ঃ৪৫ মিনিটের সময় তপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে সকাল সাতটার সময় মুক্তিযোদ্ধা ভবনে স্বাধীনতার মহান স্থপতি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সকাল ৮ টার সময় কাশিয়ানী জিসি পাইলট স্কুল মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, এবং সকাল ১০. ৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলা হলরুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কানতারা কে খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: রাসেদুজ্জামান, কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোক্তার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ, সরকারি শিক্ষা অফিসার মোঃ মশিউর আজম (হিরোক), উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্মকর্তা মোঃ ইমরান শেখ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।