রিফাত আরেফিন, যশোর ব্যুরো: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে এক মহিলা মাদককারবারী আটক হয়েছে। মহিলা মাদককারবারী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাকির হাসান এর স্ত্রী আসামী মোছাঃ নাদিরা পারভীন বলে নিশ্চিত করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, ২৫/০৫/২০২৪ ইং শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, যশোর কর্তৃক সময় সন্ধ্যা ৭:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদার পাড়া এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাকির হাসান এর স্ত্রী আসামী মোছাঃ নাদিরা পারভীন (৪৮) কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক এস, এম, শাহীন পারভেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।