এনামুল হক ছোটন: আগামী ২৭ জুলাই বাংলাদেশ শিক্ষা পর্যেবেক্ষক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহের দুর্গাবাড়ি গ্রীন পার্কে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির ময়মনসিংহ জেলার কো-অর্ডিনেটর মাজহারুল হক এর সভাপতিত্বে বিভাগীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিকুল ইসলাম।
আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান, ইসরাত জাহান, মোঃ মফিদুল ইসলাম লাভলু, মোঃ নজরুল ইসলাম জুয়েল, গোলাম কিবরিয়া পলাশ,সোহানুর রহমান মোঃএনামুল হক ছোটন, মোঃ রমিজ উদ্দিন, মোঃ ইলিয়াস, মোঃ আতাউল্লাহ ফকির, এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব, সহ প্রমুখ ।
মতবিনিময় সভায় আগামী ২৭ জুলাই বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির পরিধি বৃদ্ধি সহ সোসাইটির কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা করা হয়।