![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আকস্মিক নদী ভাঙনে একটি সরকারি রাস্তাসহ ২০ থেকে ২৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙ্গনে বসতিগুলো বিলীন হয়। এ পর্যন্ত প্রায় ৩ একর জমির ঘরবাড়ি ও গাছপালা নদী গর্ভে তলিয়ে গেছে বলে জানা যায়। এ ছাড়া একটি মসজিদ ও আরো ২০/২৫টি বসতিও রয়েছে চরম হুমকির মুখে বলে জানান স্থানীয়রা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঐ এলাকার বাসিন্দারা।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ সবিবুর রহমান।
এ নদী ভাঙ্গনে মুহুর্তের মধ্যে বিষ্ণুপুর গ্রামের রিলু ফকির, মাকসুদ ফকির, মাহাবুর ফকির, রোকেয়া বেগম, মহাদত শেখ, জনি মেম্বার, ইমদাদ মাষ্টার, ঝর্না বেগম, রিপনা বেগম, কালু সরদার, শহিদুল মোল্যাসহ২০/২৫ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ সবিবুর রহমান বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে সরেজমিনে এসেছি। এখানকার ভাঙ্গনের প্রবনতা কী ভাবে দ্রুত নিয়ন্ত্রণ করা যায় সে ব্যবস্থা নেয়া হবে এবং শিঘ্রই নবগঙ্গা নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে স্থায়ীভাবে ভাঙ্গন রোধে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।