রিফাত আরেফিন : যশোরের একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকে চুরি হওয়া মালামালসহ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে শংকরপুর পশু হাসপাতাল মোড় থেকে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অপর তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া স্বপন শেখ, পূর্ববারান্দি মোল্লাপাড়ার নজরুল ইসলামের ছেলে বর্তমানে কিসমত নওয়াপাড়ার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া রাকিব হোসেন, বারান্দিপাড়ার মানিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকার জলিল হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার। এ ঘটনায় কোতোয়ালি থানায় ওই দোকানের মালিক বাদী হয়ে মামলা করেছেন।
বাদী পুরাতন কসবা বিমানবন্দর সড়কের বাসিন্দা জসিম উদ্দিনের অভিযোগ, বিমানবন্দর সড়কে এসপি বাংলোর সামনে তার ‘কসবা ওয়েল্ডিং’ নামে একটি দোকান রয়েছে। রোববার সকাল ৯টার দিকে কর্মচারীরা দোকানে গিয়ে দেখতে পান শার্টারের হুক ভাঙা। তখন তারা শার্টার খুলে ভেতরে গিয়ে দেখেন তিনটি ওয়েল্ডিং মেশিন, ক্যাবল, হোল্ডারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নেই। পরে খবর পেয়ে দোকান মালিক জসিম উদ্দিন প্রতিষ্ঠানে যান এবং বিষয়টি তিনি ডিবি পুলিশকে অবহিত করেন।
এরপর ডিবি পুলিশের একটি টিম চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে শংকরপুর পশু হাসপাতাল মোড়ে একটি পিকআপকে ঘিরে চারজনকে অবস্থান করতে দেখে ডিবি পুলিশের সন্দেহ হয়। কিন্তু এরই মধ্যে ডিবি পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ডিবি সেখান থেকে স্বপন শেখকে আটক করে। অন্যরা কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে ওয়েল্ডিং দোকান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে ডিবি। পিকআপটিও জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক স্বপন শেখের স্বীকারোক্তিতে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিন সদস্য রাকিব হোসেন, সুমন হাওলাদার ও সোহেল হাওলাদারকে আটক করে পুলিশ।