![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার বদলি ঠেকাতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল ১০ টায় এই কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হলেও বেলা সাড়ে ১১ টা পর্যন্ত হাতে গোনা কয়েকজনের উপস্থিতি দেখে ব্যানার গুটিয়ে রাখা হয়। পরবর্তীতে দুপুর ১ টায় নাটোর থেকে কয়েকজন উপস্থিত হয়ে ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীই স্বল্প পরিসরে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ছাত্ররা অভিযোগ করেন, একটি পক্ষ তাদের কর্মসূচি পালনে বাঁধা প্রদান করছেন। তারা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি শিশির মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা মেহেদী হাসান, নাহিদুল ইসলাম, আফজাল সরকার, ইসতিয়াখ আহমেদ প্রমূখ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একাধিক কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহিতা সূত্রে জানা গেছে, ইউএনও যোগদানের পর থেকেই অনিয়মিত ভাবে অফিস করেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা-সেমিনারে দেরিতে যোগদান করে থাকেন। প্রায় প্রতিদিনই তিনি দুপুর পর্যন্ত নিজ বাংলোতে অবস্থান করেন।
ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, কে বা কারা এই মানববন্ধনের আয়োজন করছেন তার জানা নেই।
উল্লেখ্য গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা কে সিংড়া থেকে বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেয়া হয়।