যশোর অফিস : যশোর বিমানবন্দর সড়কে ইংলিশ স্কুল সন্নিকটে দিন-দুপুরে প্রবাসীর বুকে চাকু ঠেকিয়ে টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা এক হাজার মালয়েশিয়া রিংগিত ও ১৫ হাজার বাংলাদেশি টাকা নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদালীপুর গ্রামের হেকমত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আবু তাহের। তিনি সোমবার (১৮ নভেম্বর) মালয়েশিয়ায় যাওয়ার জন্য স্ত্রীসহ যশোর বিমান বন্দরে যাচ্ছিলেন।
তারা যশোর ইংলিশ স্কুলের সামনে পৌছালে (যশোর-ল-১৬-৮৭২৮) নম্বরের একটি মোটর সাইকেল যোগে দুই দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা এক হাজার মালয়েশিয়া রিংগিত ও ১৫ হাজার বাংলাদেশি টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। যে নম্বর প্লেট মোটরসাইকেলে সাটানো ছিল, তা আদৌও সঠিক না ভুয়া নিশ্চিত হওয়া যায়নি।
এসময় ছিনতাইকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়। জীবন নাশের ভয়ে তারা কাছে যা কিছু ছিল, তা ছিনতাইকারীদের হাতে তুলে দেন।
এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাইকারীদের ধরতে পারেনি পুলিশ।