ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ই ডিসেম্বর বিকালে তাকে এ হুমকি দেয়া হয় বলে জানান তিনি।
বি এম সুলতান মাহমুদ মানবজমিনকে বলেন, ‘আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে আছি। আমার স্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে গত ১৮ই ডিসেম্বর দুপুরের পর কয়েকবার উক্ত মোবাইল নম্বরের ইমো আইডি থেকে ফোন করে আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হত্যার হুমকি দেয়া হয়েছে। কথার সূত্রে আমি বুঝতে পেরেছি তার নাম আমির। সে একজন কুখ্যাত ডাকাত। তার নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। সে আমাকে হাইকোর্টে এসে খুন করবে, এ কথাও বলেছে। কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে।
হুমকি দেয়ার সময়ে তিনি ও তার স্ত্রী নিউমার্কেট থানা এলাকায় অবস্থান করছিলেন বলেন জানান সুলতান মাহমুদ।
সুত্র: মানবজমিন