রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৫০ শয্যা বিশিষ্ট গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য: গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান ও তার পরিবারের সদস্যরা আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের সঙ্গে দেখা করতে এবং চিকিৎসার খোঁজ নিতে গতকাল দুপুরে হাসপাতালে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন এবং গঙ্গাচড়া উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোঃ আইয়ুব আলী।
এসময় গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ড. মোঃ আলেমুল বাশার আহতদের চিকিৎসার তদারকি করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সচিব মুরাদ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। তারা হাসপাতালের অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলে এবং বর্তমানে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতির প্রশংসা করেন।