বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

রাণীনগরে উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড় ॥ নষ্ট হচ্ছে পরিবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরের কেন্দ্রীয় ঐতিহ্যবাহী শতবর্ষী হাট কালীবাড়ি হাট। এখানে প্রতিদিন সকালে আশেপাশের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করেন অপরদিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে যেমন কৃষি পণ্যগুলো কিনে নিয়ে যান তেমনি ভাবে শত শত ক্রেতারা এই হাটে এসে বাজার করে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ও হাটের আড়তদার মতিউর রহমান উজ্জ্বল বলেন এই হাটে সবজি থেকে শুরু করে মাছ, মাংস, মুরগীসহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। বিশেষ করে মুরগী, হাঁস, মাছসহ অন্যান্য উপকরণ পরিস্কার করার পর অবশিষ্ট নষ্ট অংশগুলো ফেলার কোন নির্দিষ্ট স্থান না থাকায় হাটের উত্তর দিকে পাটগুদামের একটি জনবসতিপূর্ণ খোলা স্থানকে বর্তমানে উন্মুক্ত ময়লা রাখার ভাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে করে এই ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধ আশেপাশের জনবসতি এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে। যার কারণে এই অঞ্চল দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া দিনের বেলায় এই ময়লার ভাগাড় থেকে কুকুর, বিড়াল, চিল, কাকসহ অন্যান্য পশুরা ময়লা থেকে উছিষ্ট অংশগুলো আশেপাশের বিভিন্ন অঞ্চলে বয়ে নিয়ে যাওয়ার কারণে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগবালাই। আর রাতের বেলায় শেয়ালসহ অন্যান্য নিশাচর প্রাণীদের আসর বসে এই ময়লার ভাগাড় এলাকায়। যার কারণে দিনের বেলায় সূর্যের আলোয় এই ভাগাড়ের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এভাবে চলতে থাকলে এই এলাকায় পরিবার নিয়ে সুস্থ্য ভাবে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়বে। প্রতিবছর এই হাট থেকে লক্ষ লক্ষ টাকা সরকার রাজস্ব হিসেবে আয় করলেও হাটের আধুনিকায়নসহ হাটের অদূরে একটি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা রাখার বিষয়ে কোন ভ্রুক্ষেপই নেই।

দড়িয়াপুর গ্রামের বাসিন্দা রফিক হাসান বলেন ময়লার দুর্গন্ধে আমরা শত শত বাসিন্দারা অস্থির হয়ে উঠেছি। রেল স্টেশনসহ রাণীনগর বাজারে যেতে হলে এই ময়লা-আবর্জনার ভাগাড়ের পাশ দিয়েই যেতে হয়। এছাড়া সকালে হাটাহাটি করতে গেলেও এই পথ ছাড়া যাওয়ার কোন উপায় নেই। আর বিকেলে শিশুদের নিয়ে এই পরিত্যাক্ত পাটগুদাম এলাকায় খেলাধুলা করার কোন উপায় থাকে না এই উন্মুক্ত স্থানে অপরিকল্পিতভাবে রাখা ময়লা-আবর্জনার ভাগাড়েরর জন্য। আমরা দ্রুত এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্ত হতে চাই।

১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি বলেন নিরাপদ দূরত্বে একটি নির্দিষ্ট স্থানে ময়লা রাখার ব্যবস্থা করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তা না হলে এই উন্মুক্ত স্থানে ময়লা রাখার কারণে আর কিছুদিন পর থেকে আশেপাশে কোন মানুষই এই এলাকায় বসবাস করতে পারবেন না। তবে পরিষদের পক্ষ থেকে হাটের অনুক’লে একটি স্থান খোঁজা হচ্ছে। স্থানের ব্যবস্থা হয়ে গেলেই ময়লা-আবর্জনার এই দুর্ভোগ আর এখানে থাকবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন আমি নিজে ওই স্থানটি পরিদর্শন করে দ্রুত একটি নির্দিষ্ট স্থানে ময়লা রাখার ডাস্টবিন করার ব্যবস্থা করতে পদক্ষেপ গ্রহণ করবো। স্থানীয় বাসিন্দাদের কথা চিন্তা করে ও পরিবেশের ভারসাম্য যেন রক্ষা হয় এই বিষয়টি সামনে নিয়ে দ্রুতই এই ময়লার ভাগাড়কে উন্মুক্ত ওই স্থান থেকে সরিয়ে ফেলাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় বারের জন্য ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ 

পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে প্রাচীর নির্মাণ

দেবহাটার সখিপুরে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

কালকিনিতে ‘৯ হাজার ভোট পিটাইয়া দেবো’ আ. লীগ নেতার ভিডিও ভাইরাল

সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার পাইকগাছা সংবাদদাতা রবিউল ইসলামের ইন্তেকাল

যৌতুকের ১০’লক্ষ টাকা দিতে না পারায় ঢাকা থেকে লাশ হয়ে বাড়ী ফিরল আমতলীর রীমা

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের ঝটিকা মিছিলে অগ্নিসংযোগ ও ভাংচুর, পুলিশের ধাওয়া 

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নাজিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিএনপির মানববন্ধন 

দেবহাটায় সখিপুর ইউনিয়ানে মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত