![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো. আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ শেষে মানিকছড়ি তৌহিদী মুসলিম জনতা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন ইসকন ধর্মের লেবাস নিয়ে ভারতের ইশারায় বাংলাদেশে রাজনীতি করছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মধ্যদিয়ে ইসকন প্রমাণ করল যে ইসকন একটি মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী জঙ্গি সংগঠন।ইসকনকে আইন করে অতিদ্রুত বাংলাদেশে এদের অপকর্ম বন্ধ সহ আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবী জানানো হয়েছে। বক্তারা সতর্ক করে বলেন সাধারণ হিন্দুরা যেন ভারতের পাতানো ইসকনের ফাঁদে পা দিয়ে বিপদ ডেকে না আনে। ইসকন কে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানানে হয়।