আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার॥ আল-কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে কুরআন শরীফ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেলে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বল্লবেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বকুলতলা হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এ কুরআন শরীফ বিতরন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকপও বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মাজিদুল ইসলাম মুকুল।
আরো উপস্থিত ছিলেন আকপও বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মজিবর রহমান লাল পাগলা, প্রতিনিধি আসকার আলী, প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ৩০ জন হাফেজ ও ৩০ জন হাফেজার মাঝে বিনামূল্যে কুরআন শরীফ দেয়া হয়।
আকপও বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মাজিদুল ইসলাম মুকুল বলেন, কুড়িগ্রাম জেলার প্রতিটি মাদ্রাসায় পর্যায়ক্রমে বিনামূল্যে কুরআন শরীফ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।