আব্দুল্লাহ আল মামুন দেবহাটা (সাতক্ষীরা)॥ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশিত সারা বাংলাদেশে ন্যায় কুলিয়ায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া, সাংষ্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় দেবহাটা উপজেলার কুলিয়া স্যার আনসার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুলিয়া ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ও উদ্ধোধনী ঘোষনা করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোশারফ হোসেন ও আবু সাঈদ, বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যা নন্দ ঘোষ, কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শশাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক, সার আনসার আলীর প্রধান শিক্ষক লুৎফুন্নাহার, বালিয়াডাঙ্গার প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ কুলিয়া ইউনিয়নের সকল বিদ্যালয়ের অন্যান্য প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মন্ডলী, অবিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, টেনিস বল নিক্ষেপ, সাংষ্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছড়া, কবিতা আবৃতি, চিত্রাংকন, গান নৃত্য, সুন্দর হাতের লেখা, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন।