বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয় গতকাল ১লা জানুয়ারি ২০২৫ রোজ বুধবার।
এতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন তুখোর ছাত্র নেতা আজহারুল ইসলাম আকন্দ ও সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন ছাত্রনেতা শিমুল পারুল (শ্যামল)।
২০১৮ সালের ১৭ই এপ্রিল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আজীবন বলিষ্ঠ ভূমিকা পালন করার অভিপ্রায়ে গঠিত হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
ঢাকসুর ভিপি নূরুল হক নূরুর পৃষ্ঠপোষকতায় সংগঠনটি জুলাই ২৪শের আন্দোলনের মাধ্যমে নিজেদের অবস্থান আরোও সুদৃঢ় করে তুলেছেন।
নেত্রকোনা জেলা কমিটির সংগ্ৰামী সভাপতি সাদ্দাম হোসেন রাতুল ও বিপ্লবী সাধারণ সম্পাদক কামরায় আহমেদের সাক্ষরিত দলীয় ফেডে কেন্দুয়া উপজেলার আহব্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে মনোনীত হয়েছেন, রুহুল আমিন ইসলাম, সাব্বির ইসলাম প্রান্ত, সাদ্দাম হোসেন, মোঃ শাকিল খান, তরিকুল ইসলাম ফাহিম,মোফাসসাল হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন, নূরুর আমীন শেখ, শাহরিয়ার আহমেদ দিদার, মোঃ মেহেদী পারভেজ সাগর, মোঃ রোমান মিয়া ও মোঃ রাজিব।
উক্ত কমিটির কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, রয়েল আহমেদ রানা, আরিফুল হক রব্বানী, সাব্বির হোসেন তালুকদার, আশরাফুল ইসলাম, শিমুল ফকির, মোঃ রাকিব হোসেন, মোঃ রফিক।
মোট ২০সদস্যের উক্ত কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়।