গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় স্পোর্টস একাডেমির আয়োজনে “মাদককে না বলি, খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াই” স্লোগানকে সামনে রেখে (১৩ জানুয়ারী) সোমবার সকালে গঙ্গাচড়া পরিষদ মাঠে খেলোয়াড় (ফুটবল) বাছাইপর্ব সিজন-০১ এর উদ্বোধন করা হয়েছে।
খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। টিম জিয়ন এর সার্বিক সহযোগিতায় উদ্বোধনকালে এসময় গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান, রংপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আখেরুজ্জামান মিলন, সদস্য গোলাম রব্বানী রঞ্জু, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, গঙ্গাচড়া উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহমেদ স্বপন, গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির পরিচালক রেজাউল করিম রাজি,ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব ইউনুস আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।