ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রভাষা পেয়েছি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছরের ন্যায় এবারেও নাটোরের গুরুদাসপুরে মর্যাদায় শহীদ দিবস পালন করা হচ্ছে।
গুরদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত বারোটা এক মিনিটে শহীদ বেদীতে ফুল দেওয়ার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,উপজেলা নিকাউন্সিলর সহকর্মকর্তা-কর্মচারিবৃন্দ র্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।এ সময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মতিন, সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাফি প্রমূখ।
এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন পরিষদের পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা এ সময়ে উপস্থিত ছিলেন সচিব, ইঞ্জিনিয়ার, কাউন্সিলর বৃন্দ, এবং পরিষদের কর্মকর্তা কর্মচারী বিন্দু।
এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,ছাড়াও উপজেলা গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ মুক্তিযোদ্ধা সংসদ তাছাড়া টিএমএস সহ বিভিন্ন এনজিও এবং উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিন মাস্টার পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন গুরুদাসপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ জহুরুল ইসলাম।