বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

দুই দিন পর মাটিচাপা দেওয়া আসাদের লাশ উদ্ধার; গ্রেপ্তার ৪ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় নিখোঁজের দুদিন পর হত্যা করে মাটিচাপা দেওয়া আসাদুজ্জামান আসাদ (১৭) নামে এক অটো রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ মার্চ বুধবার দুপুরে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

আটককৃত অটোরিক্সা চোর চক্রের সদস্যরা হলেন, নকলা উপজেলার ডাংধরাকান্দা গ্রামের মো. মজিবর মিয়ার ছেলে মো. হামিদুল ইসলাম খোকন (২৪), পূর্ব গজারিয়া গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. নূর নবী (২১), ধনাকুশা গ্রামের মৃত আশকর আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম এমসি জাহিদ (২২) ও ইশিবপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৪)। আর নিহত ইজিবাইক চালক আসাদ দক্ষিণ নকলা এলাকার মো. ফজলুর করিমের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১২ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার তিনানী বাজারস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে এসআই মুকুল সরকার অটোরিক্সা চোর সন্দেহে একটি অটোরিক্সাসহ হামিদুল ইসলাম খোকন ও মো. নূর নবী নামে ২ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। তাদের জিজ্ঞাসাবাদকালে একেক সময় একেক ধরনের তথ্য দিলে সন্দেহ আরও ঘণীভূত হয়। অটোরিক্সা উদ্ধারের খবর পেয়ে নকলা থানার বাসিন্দা মো. ফজলুর করিম নালিতাবাড়ী থানায় গিয়ে জানান যে, তার ছেলে অটোরিক্সা চালক আসাদুজ্জামান আসাদ গত ১১ মার্চ অটোরিকক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে ফজলুর রহমানকে পুলিশের উদ্ধারকৃত অটোরিক্সা ও একটি মোবাইল ফোন দেখানো হলে সেগুলো তার ছেলের বলে শনাক্ত করেন।

পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা দুই জনসহ জাহিদুল ইসলাম এমসি জাহিদ ও মিলন মিয়া সহ এই ৪ জন মিলে আসাদুজ্জামান আসাদের অটোরিক্সা ছিনতাই ও ছিনতাইয়ে বাঁধা দেয়ায় তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় নকলা থানায় ভিকটিম আসাদের বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আটক আসামীদের বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের খান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে জুয়ার আসর থেকে ইউ’পি মেম্বারসহ ৯জন আটক

জাফলংয়ে চাঞ্চল্যকর পর্যটক হত্যাকাণ্ড: স্ত্রী-পরকীয়া প্রেমিকসহ গ্রেফতার ৪

খাগড়াছড়িতে বজ্রপাতে যুবক নিহত

মাদারীপুরের ডাসারে অধ্যক্ষ দাম্পতির দূর্ণীতি, এমপিও বাতিল

জগন্নাথপুরে ১৯তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষাবৃত্তি ২০২৪ বিতরন সম্পন্ন 

ঝিনাইদহে গ্যাস বাবুর ফেলে দেওয়া ফোন উদ্ধার হয়নি: ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবুল বাশার

তালতলীতে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন

আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু- নাগরীক হিসেবে গড়ে তোলা : মোহাম্মদ আলী 

আমতলীতে মহাসড়কের দু’পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ