শাহজাহান ইসলাম লেলিন॥ কিশোরগঞ্জের কালিকাপুর স্কুল এন্ড কলেজে নিয়োগ সংক্রান্ত তথ্য না দেয়ার অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান’র বিরুদ্ধে।
রবিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে (ক) ফরমে আবেদন করেন বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক অধিকরণ এবং দ্যা ডেইলি ট্রাইবুনালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন।
জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী কালিকাপুর স্কুল এন্ড কলেজে ল্যাব সহকারী ১ জন, আয়া ১ জন ও নিরাপত্তা প্রহরী ১ জন। তিন(৩) পদে নিয়োগ দেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান। নিয়োগ পরীক্ষা সকাল ৯ টা থেকে শুরুর কথা থাকলেও সকাল ৮ টার মধ্যে নিয়োগকার্য্য সম্পন্ন করেন নিয়োগ কমিটির সদস্যবৃন্দ।
একাধিক সূত্রে জানা যায়, নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সেই সম্পর্কিত তথ্যের জন্য বিদ্যালয়ে ৩ দিন গেলে অধ্যক্ষ বাহিরে আছে বলে জানান সহকারী শিক্ষকগণ। অধ্যক্ষের ব্যক্তিগত নাম্বারে কল করলেও তিনি রিসিভ করেন না। অধ্যক্ষ বিদ্যালয়ে উপস্থিত না থাকায় ওনার পক্ষে তথ্য অধিকার ফরম গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারী মজিদুল ইসলাম।
এ বিষয়ে কথা হলে কালিকাপুর স্কুল এন্ড কলেজের সভাপতি মোকলেছার রহমান বলেন, নিয়োগের ব্যাপারে আমি কিছু জানি না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ বলেন, তথ্য যে কেউ চাইতে পারে। অধ্যক্ষের কাছে তথ্য চাইলে তিনিও তথ্য দিতে বাধ্য। উনি যদি তথ্য না দেয় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।