রফিকুল ইসলাম আইমন: উখিয়া উপজেলা থাইংখালী উত্তর রহমতেরবিল হুমায়ুনের বাসায় ভালোবাসার টানে রংপুরের মেয়ে নিপা, পালংখালী ইউনিয়ন পরিষদ ইউপি মহিলা সদস্য নুর বানুর ছেলে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে বাসায়, তার চলাফেরা বন্ধ তার সঙ্গী হিসাবে একমাত্র হাতে থাকা একটা মোবাইল, সেই মোবাইল থেকে পরিচয় নিপার সাথে যোগাযোগ হয়ে ওঠে ভালোবাসার গল্প, হুমায়ুন কবির সাথে কথা বলে জানতে পারি সেই দুইমাস ধরে নিপার সাথে কথা হয়, এরমধ্যে হঠাৎ একদিন হুমায়ুন কবির এর সাথে কারণ বসত কথা হয় নাই, পরদিনই যোগাযোগ করতে পারলে নিপা বলে আমি তোমার সাথে কথা বলতে না পারলে অনেক খারাপ লাগে।
এমতাবস্থায় হুমায়ুন কবির তার অসহায়ত্ব কথা তুলে ধরার সুযোগ পায় নিপাীর কাছে হুমায়ুন কবির নিপাকে সবকিছু খুলে বলে তার জীবনে গড়ে যাওয়া সুখ দুঃখের কথা, নিপা তার ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করে রংপুর থেকে থাইংখালী উত্তর রহমতের বিলে চলে আসে, জীবনসঙ্গী হতে হাত ধরেন হুমায়নের।
কথায় আছে প্রেমে মানেনা কোন বাঁধা, অনেক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে দুই পা পঙ্গু হয়ে যাওয়া হুমায়ূন কবিরের প্রেমের টানে থাইংখালী রহমতেরবিল তার বাড়িতে রংপুরের মেয়ে নিপা আক্তার মিল্কি,এই নিপা আক্তার মিল্কি প্রেমের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে হুমায়ূন কবিরের দুই পা পঙ্গু জানা সত্ত্বেও তাকে ভালবেসে সুদূর রংপুর থেকে চলে এসে পঙ্গু হুমায়ূন কবিরকে বিয়ে করে, এটি একটি বিরল ঘটনা।
বর্তমান সমাজের মেয়েরা যেখানে বড় বড় টাকাওয়ালা লোক দেখে অথবা সুদর্শন পুরুষ দেখে প্রেম করতেছে পরে বিয়ে করতেছে ঠিক এই সময়টায় এসে একটা পঙ্গু ছেলেকে ভালবেসে বিয়ে করল রংপুরের নিপা।