বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

বন্যার মধ্যেও চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ’২৩; তারিখ ও স্থান পরিবর্তনের দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

মোহাম্মদ জুবাইর॥ ৮ আগস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানা যায়, আগামী ১২ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে চট্টগ্রামের হাটহাজারীস্থ ছিফাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট এ শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক চট্টগ্রাম মাদ্রাসা শিক্ষক সমাবেশ ২০২৩ আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও সকল চট্টগ্রাম বিভাগের মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থাকার কথা।

একইদিন ৮ আগস্ট অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারনে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে ৪ জেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার সকল শিক্ষা ৯ ও ১০ তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টি, নদীর জোয়ার ও পাহাড়ি ঢলে এই চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ির জেলায় জনদুর্ভোগ চলছে। বৃষ্টিতে ডুবে গেছে ফসলের মাঠ, পথঘাট; ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। পুকুর ডুবে শত কোটি টাকার মাছ ভেসে গেছে। শত শত বাড়িঘরে পানি ঢুকে ৪ জেলার মানুষজন মানবেতর জীবন যাপন করছে। ডুবে গেছে শতাধিক নলকূপ, দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট।

বিগত ৩ দিনের বৃষ্টিতে অনেক জায়গায় যোগাযোগ বন্ধ,  রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ৪ জেলার মানুষ চরম ভোগান্তিতে। এরই মধ্যে চট্টগ্রামের বিভগের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট এ শাহাদাত বরণকারীদের সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক চট্টগ্রাম মাদ্রাসা শিক্ষক সমাবেশ ২০২৩ হাটহাজারীর প্রত্যন্ত গ্রামে ছিফাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসায় আয়োজন যেখানে বর্তমান পরিস্থিতিতে যাওয়া অত্যন্ত দুরূহ।

অনেকে আবার প্রশ্ন করেছেন ৮ আগস্ট অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার রিস্থিতি বিবেচনা করে মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে ৪ জেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার সকল শিক্ষা ৯ ও ১০ তারিখ বন্ধ ঘোষণা করেছে সেখানে একই ৮ আগস্ট তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্ততের এই ধরনের বিভাগীয় অনুষ্ঠান ঘোষনা কতটুকু যৌক্তিক।

নাম প্রকাশে অনেকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা বলছেন, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে ৪ জেলা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ির জেলায় অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারনে জনদুর্ভোগ চলছে। সড়ক যোগাযোগ বন্ধ, বিদ্যুত বিচ্ছিন্ন, চরম বিপর্যত জনজীবন। সেই অঞ্চলের মাদ্রাসাগুলো থেকে হাটহাজারী প্রত্যন্ত গ্রামে গিয়ে সমাবেশে যোগদান এই মুহূর্তে একেবারে দুরূহ ও অসম্ভব। তাই তাদের দাবি বিপর্যস্ত জনজীবন ও চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ির জেলার শিক্ষা প্রতিষ্ঠান আর চলমান পরিস্থিতি বিবেচনা করে সমাবেশের তারিখ পুনঃনির্ধারণের অনুরোধ জানান তারা।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির অনেকেই বলছেন যোগাযোগ বিচ্ছিন্ন ও এই চরম দুর্ভোগের কথা বিবেচনা করে হাটহাজারীর প্রত্যন্ত গ্রামে ঐ মাদ্রাসা থেকে সমাবেশের স্থান ও তারিখ পরিবর্তন করে চট্টগ্রাম শহরের সুবিধা জনক আয়োজন করার বিশেষ অনুরোধ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সা. সম্পাদক সোহেল

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মরণে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদায়ী নভেম্বরে সড়ক,রেল ও নৌপথ দূর্ঘটনায় ৫০৩ জন নিহত, আহত ৬৩০ : যাত্রী কল্যাণ সমিতি

সাংবাদিক শামিম খানকে মিথ্যা মামলার জড়ানোর চেষ্টা, বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ  

নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি হেলালকে শোকজ

দোয়ারাবাজারের ৫ জুয়ারিকে আটক করে কারাদণ্ড ভ্রাম্যমান আদালতের 

রাঙ্গাবালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি ওসমান, সম্পাদক বাহাদুর

ঈদগাঁওতে পৃথক দুইটি সফল অভিযান নেতৃত্ব দেন ইউএনও  

তাহিরপুরে শ্রেষ্ট যুব সংগঠকের সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন জাকিয়া সুলতানা