এনামুল হক ছোটন : বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক ও সিনিয়র উপদেষ্টা এবং ব্যাংকার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ ওছমান গনি এর বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) ব্যাংকার্স ক্লাব, ময়মনসিংহের উদ্যোগে নগরীর উত্তরা ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক অফিসের কনফারেন্স হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাব ময়মনসিংহের সভাপতি মোঃ মাহবুবউল হকের সভাপতিত্বে ও ময়মনসিংহ ডাচ্-বাংলা ব্যাংক (পিএসসি) এর সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার এবং ব্যাংকার্স ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার উদ্দিন খান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক (পিএসসি) ময়মনসিংহের জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন ফকিরসহ প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক মোঃ ওছমান গনিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- অন্যান্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।