![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মো. কামরুল হাসান কাজলকে আহ্বায়ক, মো. আবু সুফিয়ান পারভেজকে যুগ্ম আহ্বায়ক, এবং এস. এম. মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৭ ডিসেম্বর, শুক্রবার এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: দৈনিক একুশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রাহিমুল ইসলাম রিদয়, দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি আব্দুর রউফ মন্ডল।
কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে সদস্য সচিব এস. এম. মনিরুজ্জামান জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সমন্বয়, কল্যাণমূলক কাজ, এবং ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি এই নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকতার মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ প্রয়াসে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।